- Get link
- X
- Other Apps
ম,ম, খলিল হাসান রেজা
***------------***-------------***
এজিদ ইবনে মুয়াবিয়া কি মুসলমান ছিল!! এ বিষয়ে অনেকেরই জানার আগ্রহ ছিল।
আসুন জেনে নেই
আসুন জেনে নেই
১ আল্লামা ইবনে হাজর আল মক্কী রাহঃ বলেন,
ইয়াজিদ মুসলমান ছিল। কিন্তু সে জালেম ছিলো। ফাসেক ছিল।নবীর আওলাদের সাথে এই নির্মম কাজ করার পর সে মালউল হিসেবে পরিচিতি হলো।
আস সাওয়ারেকুল মুহার্রাক।২২৬পূঃ
ইয়াজিদ মুসলমান ছিল। কিন্তু সে জালেম ছিলো। ফাসেক ছিল।নবীর আওলাদের সাথে এই নির্মম কাজ করার পর সে মালউল হিসেবে পরিচিতি হলো।
আস সাওয়ারেকুল মুহার্রাক।২২৬পূঃ
আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রাঃ বলেন,
ইয়াজিদ কাফের ছিল।তারা তাদের পক্ষে অনেক দলিল পেশ করেন।
জামে সগীর ২য় খন্ড।
ইয়াজিদ কাফের ছিল।তারা তাদের পক্ষে অনেক দলিল পেশ করেন।
জামে সগীর ২য় খন্ড।
ইমাম মুহাম্মদ রাঃ বলেন, ইয়াজিদ কাফের ছিল।
জামে সগীর ২য় খন্ড।
ইমাম আজম আবু হানিফা রাঃ বলেন,
ইয়াজিদ মুসলমান ছিল। তবে সে ফাসেক, জালেম, ছিল। তিনি কাফের বলেন নাই, তায়াক্কুল আল্লাহু।তবে তার প্রতি যে ভালোবাসা বা মহব্বত প্রদর্শন করবে, সে বেঈমান হয়ে যাবে।
ইয়াজিদ মুসলমান ছিল। তবে সে ফাসেক, জালেম, ছিল। তিনি কাফের বলেন নাই, তায়াক্কুল আল্লাহু।তবে তার প্রতি যে ভালোবাসা বা মহব্বত প্রদর্শন করবে, সে বেঈমান হয়ে যাবে।
জামে সগীর, জামে কবীর।
আল্লামা আইনি রাহঃ বলেন, ইয়াজিদ মুসলমান ছিল, তবে ফাসেক,জালেম ছিল।
আল্লামা কুস্তালানী রাহঃ লিখেন, ইয়াজিদ মুসলমান ছিল, তবে ফাসিক, জালেম ছিল, মালউন।
তিনি লিখেন, একজন লোক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাঃ সামনে ইয়াজিদের প্রশংসা করল,তিনি তার প্রতি রাগান্বিত হলেন, এবং তাকে ২০টি বেতাগ্রাত করলেন। এবং ইয়াজিদ কে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করলেন।
শরহে বোখারী আল্লামা কুস্তালানী।
তিনি লিখেন, একজন লোক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাঃ সামনে ইয়াজিদের প্রশংসা করল,তিনি তার প্রতি রাগান্বিত হলেন, এবং তাকে ২০টি বেতাগ্রাত করলেন। এবং ইয়াজিদ কে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করলেন।
শরহে বোখারী আল্লামা কুস্তালানী।
আল্লামা শাহ আবদুল হক মুহাদ্দেস দেহলভী রাহ" লিখেন, ইয়াজিদ মালাউন ছিল,এবং তার কাজ অভিশপ্ত ছিলো।তার প্রতি ভালোবাসা নবী বিদ্বেষের বহি প্রকাশ।
মা - ছাবাতা বি সুন্নাহ। ৩৯ পূঃ
মা - ছাবাতা বি সুন্নাহ। ৩৯ পূঃ
আল্লামা শাহ ইমাম আহমদ রেজা খান রাহঃ
বলেনে,ইয়াজিদ মুসলমান, তবে তার আওলাদের রাসুল সাল্লালাহু আলাইহি সাল্লামার প্রতি এই বর্বরতা মতাওয়াতির রেওয়াত দ্বারা প্রমানিত। সুতরাং সে মালউন। তার প্রতি ভালোবাসা জাহান্নামের নিদর্শন।
ফতোয়ায়ে রেজভীয়া ৬মত খন্ড। ২২৬।
ফতোয়ায়ে রেজভীয়া ৬মত খন্ড। ২২৬।
আল্লামা গোলাম রসূল সাঈদি বলেন,
সে মালউন, হাশরের দিন পিয়ারা নবীর সামনে খোদা তায়ালা করবেন।
পড়ুন শেয়ার করুন
সে মালউন, হাশরের দিন পিয়ারা নবীর সামনে খোদা তায়ালা করবেন।
পড়ুন শেয়ার করুন
- Get link
- X
- Other Apps
Comments
If you're trying hard to burn fat then you certainly have to jump on this brand new custom keto diet.
ReplyDeleteTo create this keto diet service, certified nutritionists, fitness couches, and professional chefs joined together to provide keto meal plans that are powerful, suitable, money-efficient, and satisfying.
Since their launch in early 2019, 1000's of individuals have already transformed their body and health with the benefits a proper keto diet can give.
Speaking of benefits: clicking this link, you'll discover eight scientifically-confirmed ones given by the keto diet.
2017 ford fusion hybrid titanium
ReplyDelete2017 ford fusion hybrid titanium - ffxiv titanium nugget An iconic tungsten titanium fusion engine with best titanium flat iron a modular interface titanium dioxide sunscreen and multi-way gaming engine. Includes a gold titanium full menu of gaming games,