জানাযার নামাজের নিয়ম ও দোয়া সমুহ: Janajar Namajer Niom O Duah.

জানাযার নামাজের বিবরনঃ

মুর্দাদের রূহের মাগফিরাট কামনায় দাফনের  আগে এই নামাজ পড়া হয়, উহাকে জানাযার নামাজ বলে, এই নামাজ ফরজে "কেফায়াহ"। কিছু লোকে আদায় করিলে সকলের পক্ষ হইতে আদায় হইয়া যায়।
মূর্দাদের মাথা উওর দিকে রাখিয়া ছিনা বরাবর ইমাম দাড়াইবে তাহার পিছনে ৩/৫/৭ কাতারে মুক্তাদীগণ  দাড়াইবে।
ইমামের তাকবীরের পরে মুক্তাদীগণ নিয়ত করত হাত বাধিয়া নামাজ শুরু করবে।এই নামাজে চার তাকবীর বলা ও দাড়ানো ফরজ এবং মুর্দার জন্য দোয়া করা ওয়াজীব।
জানাযার নামাজের বিবরনঃ

 
  • জানাযার নামাজের নিয়ত করা 
  • ছানা পড়ে ২য় তাকবীর বলিয়া হাত না উঠাইয়া সকলে চুপে চুপে দুরূদ শরীফ পাঠ
  •  দ্বিতীয় তাকবিরের পর দরূদে ইবরাহিম পড়ে হাত না উঠাইয়া ৩য় তাকবীর বলিয়া হাদিসে বর্ণিত দোয়াসমূহ পড়া
  • তৃতীয় তাকবির দিয়ে ইখলাসের সঙ্গে হাদিসে বর্ণিত দোয়াসমূহ পড়া। 
  • চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাযার নামাজ শেষ করা।
  • সালাম ফিরিয়ে মৃত ব্যক্তির জন্য হাত তুরে দোয়া কর। 





জানাযার নামাজের নিয়তঃ

উচ্চারনঃ
নাইয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তায়ালা আরবায়া তাকবিরাতি ছালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি,আছানাউ লিল্লাহী তায়ালা  ওয়াছালাতু আলান্নাবিয়ি ওয়াদ্দুআউ লিহাযাল মাইয়িতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবর।

ছানাঃ

উচ্চারনঃ

সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুুকা ওয়া তাআলা জাদ্দুকা ওজাল্লা ছানাউকা ওয়ালা ইলাহা গাইরুকা।

তারপর ২য় তাকবীর বলিয়া হাত না উঠাইয়া সকলে চুপে চুপে দুরূদ শরীফ পাঠ করিবে।


দুরুদ শরীফ

اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ

উচ্চারনঃ
আললাহুম্মা সাললিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাললাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আললাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

অনুবাদঃ
যে আললাহ! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ আশীর্বাদ অবতীর্ণ কর যেইরূপ আর্শীবাদ হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম। হে আললাহ! মুহাম্মদ (সাললাললাহু আলাইহি ওয়া সাললাম) এবং তাঁহার বংশধরগণের উপর সেইরূপ অনুগ্রহ কর যে রূপ অনুগ্রহ ইব্রাহীম (আঃ) এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।

তারপর হাত না উঠাইয়া ৩য় তাকবীরে বলিয়া নিচের দোয়া পরিবে।




জানাযার নামাজের দোয়াঃ


মৃতব্যক্তি (বালেগ) প্রাপ্তবয়স্ক (নারী/পুরুষ) হলে


উচ্চারণ :
‘আল্লাহুম্মাগফিরলি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উংছানা। আল্লাহুম্মা মান আহ্‌ইয়াইতাহু মিন্না ফাআহ্‌য়িহি আ’লাল ইসলাম। ওয়া মাং তাওয়াফ্‌ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্‌ফাহু আ’লাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আঝরাহ ওয়া লা তুদিল্লানা বাআ’দা।’ (মুসনাদে আহমাদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত)

অর্থ :
‘হে আল্লাহ! আমাদের জীবিত, আমাদের মৃত, আমাদের মধ্যে উপস্থিত ও অনুপস্থিত, আমাদের ছোট ও বড়, আমাদের পুরুষ ও নারী সবার গোনাহ ক্ষমা করে দিন।
হে আল্লাহ! আপনি যাদের জীবিত রেখেছেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন। আপনি যাদের মৃত্যু দেন, তাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন।
হে আল্লাহ আমাদেরকে তার সাওয়াব থেকে বঞ্চিত করবেন না। এবং তার মৃত্যুর পর আমাদেরকে গোমরাহ বা বিপদে ফেলবেন না।’


মৃতব্যক্তি (নাবালেগ) অপ্রাপ্তবয়স্ক/শিশু (ছেলে) হলে

উচ্চারণ :
আল্লাহুম্মাঝ্‌আ`লহু লানা ফার্‌ত্বাও ওয়াঝ্‌আ`লহু লানা আঝ্‌রাও ওয়া জুখ্‌রাও ওয়াঝ্‌আ`লহু লানা শাফিআ`ও ওয়া মুশাফ্‌ফিআ`।
অর্থ : ‘হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

মৃতব্যক্তি (নাবালেগ) অপ্রাপ্তবয়স্ক/শিশু (মেয়ে) হলে

উচ্চারণ :
 ‘আল্লাহুম্মাঝ্‌আ`লহা লানা ফার্‌ত্বাও ওয়াঝআ`লহা লানা আঝ্‌রাও ওয়া জুখরাও ওয়াঝ্‌আ`লহা লানা শাফিআ`তাও ওয়া মুশাফ্‌ফিআ`তান।’
অর্থ : ‘হে আল্লাহ! এ বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও, তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও, তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়।’

চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাযার নামাজ শেষ করা।


Comments

Post a Comment