করোনা সহ সকল ছোঁয়াচে রোগ থেকে বেঁচে থাকার দোয়া/ Krona teke bachar dowa.

বিসমিল্লাহির রাহমানির রাহিম

২০২০ সাল করোনা ভাইরাসে সারা বিশ্ব অসহায়।
আল্লাহ তালা আমাদের কে এই ভাইরাস থেকে অতি শিঘ্রই মুক্তি দান করুক এই কামনা করি।

আজ আমরা করোনা সহ বিভিন্ন ছোঁয়াচে রোগ থেকে বেঁচে থাকার দোয়া সমূহ ‍শিখবো।

 ১.
করোনা ‍সহ যে কোন কঠিন রোগ থেকে আশ্রয় চেয়ে দুয়া

আনাস রাঃ থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দোয়া করতেন।
اَللَّھُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَسَیِّءِ الْاَسْقَامِ

উচ্চারনঃ ‘আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন ছাইয়্যি ইল আসকম’

অর্থ: হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ,কুষ্ঠরোগ এবং সকল প্রকার মারাত্নক ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।

আবু দাউদ ২/৯৩,সহী তিরমিযী ৩/১৮৪; সহিহ নাসাঈ ৩/১১১৬
<<<<<<<*******>>>>>>>>********>>>>>>********>>>>>>>>>*********>>>>>>
২.
ছোঁয়াচে রোগের প্রতিক্রিয়া না হওয়ার জন্য দোয়া:

আল্হামদুলিল্লাহ হিল্লাজি আফানি মিম মাব তালাকা বিহি, ওয়া ফাদ-দালানি আলা কাছিরিম মিম মান খালাকা তাফদ্বিলা।"

- অর্থ, সকল প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি তোমাকে বিপদ দ্বারা পরীক্ষায় নিপতিত করেছেন, তা হতে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের চেয়ে আমাকে অনুগ্রহ করেছেন।



৩.
কঠিন দুরারোগ্য রোগ হইতে মুক্ত থাকার দোয়া:

সোবাহানাল্লাহিল আজীমে ওয়া বিহামদিহী ওয়ালা হাউলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ.
                                                                                                          ইবনে ‍সুন্নি
<<<<<<<*******>>>>>>>>********>>>>>>********>>>>>>>>>*********>>>>>>



বি:দ্র: দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পড়ে নিবেন।

Comments